সিলেট বিভাগ গণদাবী ফোরামের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম.এ.জি ওসমানীকে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও বঙ্গবীর ঘোষণা করে তাঁর জন্ম ও মৃত্যু বার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন করার জন্য অন্তর্র্বতীকালীন সরকারের কাছে দাবী জানানো হয়েছে।
গতকাল বুধবার ১২ ফেব্রæয়ারি সিলেট বিভাগ গণদাবী ফোরামের পক্ষ থেকে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এর মাধ্যমে অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস বরাবরে প্রেরিত স্মারকলিপিতে ফোরামের নেতৃবৃন্দ এ দাবী জানান।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সিলেট বিভাগ গণদাবী ফোরাম এর ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, ফোরামের সিলেট মহানগর শাখার সভাপতি শামীম হাসান চৌধুরী এডভোকেট, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, কেন্দ্রীয় সদস্য যুব সংগঠক কয়েছ আহমদ সাগর, রিয়াজ উদ্দিন আহমদ প্রমুখ।
স্মারকলিপিতে প্রদত্ত দাবীগুলো হলো- মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম.এ.জি ওসমানীকে বাংলাদেশের একমাত্র বঙ্গবীর ও মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ঘোষণা করে গেজেট প্রকাশ, এম.এ.জি ওসমানী একমাত্র বঙ্গবীর ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হিসেবে সংবিধানে অন্তর্ভুক্তি, ওসমানীর জন্ম ও মৃত্যু বার্ষিকী রাষ্ট্রীয় ভাবে পালন, জন্ম ও মৃত্যু বার্ষিকীতে রাষ্ট্র প্রধান ও সরকার প্রধানের বাণী প্রদান এবং তাঁর জীবন ও কর্মের তথ্য ও আলোকচিত্র সম্বলিত ক্রোড়পত্র মিডিয়ায় প্রকাশ, ওসমানীর জীবনী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠ্য পুস্তকে অন্তর্ভুক্ত করা, ওসমানীর নামানুসারে সিলেটে তাঁর পৈত্রিক সম্পত্তিতে স্থাপিত বঙ্গবীর ওসমানী জাদুঘর এর উন্নয়ন ও সম্প্রসারণ করে আন্তর্জাতিক মান সম্পন্ন মুক্তিযোদ্ধা জাদুঘর ও গবেষণাগারে রূপান্তর, ওসমানীর জীবন ও কর্মের তথ্য ও আলোকচিত্র সম্বলিত বঙ্গবীর ওসমানী নামে একটি আন্তর্জাতিক মান সম্পন্ন ওয়েবসাইট চালু, বঙ্গবীর ওসমানী কর্তৃক রচিত “মহান মুক্তিযুদ্ধের ইতিহাস” সরকারি ভাবে প্রকাশ ও প্রচারের ব্যবস্থা, জেনারেল ওসমানীর নামে রাজধানী ঢাকায় স্থাপিত ওসমানী উদ্যান পুনঃস্থাপন, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবীর জেনারেল এম.এ.জি ওসমানীর নামে দু’টি ছাত্রাবাসের নামকরণ, জালালাবাদ সেনানিবাসে স্থাপিত আর্মি ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিসস্ট্রেশনকে উন্নয়ন ও সম্প্রসারণ করে বঙ্গবীর জেনারেল এম.এ.জি ওসমানীর নামানুসারে বঙ্গবীর ওসমানী সামরিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, মুক্তিযুদ্ধের অন্যতম স্মৃতি বিজড়িত হবিগঞ্জ জেলার তেলিয়াপাড়া বাংলোয় মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণাগার ও মুক্তিযোদ্ধা জাদুঘর নির্মাণ, মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন ভাবে সহযোগিতা প্রদানকারী প্রবাসী নাগরিকদের রাষ্ট্রীয় সম্মান স্বরূপ প্রবাসী মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি প্রদান ও তাদের ছবি সম্বলিত একটি ডাইরেক্টরী প্রকাশ, মুক্তিযুদ্ধের উপ-অধিনায়ক মেজর জেনারেল এম.এ রব এর স্মৃতি রক্ষার্থে তাঁর নামে হবিগঞ্জ জেলায় একটি সরকরি শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ করা এবং সিলেটে একটি মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবী কবরস্থান স্থাপন।