ভোলাগঞ্জ কোয়ারীতে বিশেষ অভিযানে ১৪টি বোমা মেশিন ধ্বংস

29

স্টাফ রিপোর্টার :
দেশের সর্ববৃহৎ পাথর কোয়ারী কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে  বোমা মেশিনবিরোধী বিশেষ অভিযান শুরু হয়েছে। গতকাল শনিবার দুপুর  থেকে সন্ধ্যা পর্যন্ত পরিবেশ অধিদফতর, বিজিবি ও কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের যৌথ অভিযানকালে পরিবেশ বিধ্বংসী ১৪টি বোমামেশিন জব্দ ও গুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় পাথর খেকোদের অবৈধ স্থাপনাসমূহ উচ্ছেদ করা হয়।
কোম্পানীগঞ্জ থেকে সংবাদদাতা জানান, অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রোকন উদ্দিন, পরিবেশ অধিদফতর সিলেটের ইন্সপেক্টর পারভেজ আহমদ, বিজিবির সুবেদার নিজাম উদ্দিন ও কোম্পানীগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর মিয়া আবুল কালাম আজাদসহ প্রশাসনের কর্তাব্যক্তিরা।
ইউএনও মোহাম্মদ রোকন উদ্দিন জানান, হাইকোর্ট ও পরিবেশ অধিদফতরের নিষেধাজ্ঞা লংঘন করে পাথরখেকোরা পরিবেশ বিধ্বংসী বোমা মেশিন বসিয়ে পাথর উত্তোলন করে আসছিল। এতে এলাকায় জনজীবনে মারাত্মক বিঘœ ঘটছে। এ অবস্থায় গত মঙ্গলবার থেকে তিনদিনের সময় বেঁধে দিয়ে কোয়ারি এলাকা থেকে বোমা মেশিন সরিয়ে নিতে মাইকিং করানো হয়। এরপরও অনেকে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন অব্যাহত রাখায় পরিবেশ অধিদফতর ও পুলিশ যৌথভাবে অভিযান শুরু করে। অভিযানকালে ১৪টি বোমা মেশিন জব্দ করা হয় এবং এগুলো গুঁড়িয়ে দিয়ে পোড়ানো হয়। টানা তিনদিনের এ বিশেষ অভিযান সোমবার শেষ হবে বলে জানান তিনি।