সড়ক সংস্কারের দাবি মালিক-শ্রমিকদের ॥ সিলেট-বিশ্বনাথ-জগন্নাথপুরসহ তিন সড়কে আজ পরিবহন ধর্মঘট

17

বিশ্বনাথ থেকে সংবাদদাতা :
সড়ক সংস্কার দাবিতে আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিবহন ধর্মঘট ডেকেছেন শ্রমিক নেতারা। এ জন্য ‘সিলেট-বিশ^নাথ-জগন্নাথপুর’ ও ‘বিশ^নাথ-লামাকাজি’ এবং ‘বিশ^নাথ-রামপাশা-সিংগেরকাছ’ ওই তিন রোডে সকল প্রকার যান চলাচল বন্ধ থাকবে। গতকাল সোমবার দুপুরে বিশ^নাথ নতুন বাজারের লাইটেস ষ্ট্যান্ডে এক বৈঠকের মাধ্যমে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এতে ‘বাস, ট্রাক, পিকআপ, মিনিবাস, সিএনজি চালিত অটোরিক্সা মালিক ও শ্রমিক নেতারাও একাত্মতা পোষণ করেছেন।
বৈঠকসহ পরিবহন ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট-জগন্নাথপুর-রামপাশা ও বৈরাগী বাস মালিক সমিতির সভাপতি ফজর আলী মেম্বার ও মিনিবাস শ্রমিক সংগঠনের সভাপতি আবুল হোসেন। তারা এ প্রতিবেদককে বলেন, সড়ক সংস্কার না হওয়ায় এর আগেও একবার ধর্মঘটের সিদ্দান্ত নেওয়া হয়েছিল। কিন্তু স্থানীয় এমপি মোকাব্বির খান ও বিশ^নাথ উপজেলা প্রকৌশলীর কথা দিয়েও সড়ক সংস্কার করেন নি। বড়বড় গর্তের কারণে বর্তমানে বিশ^নাথ-জগন্নাথপুরসহ প্রায় সবকটি সড়ক এখন যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। যে কারণে তারা ধর্মঘটের ডাক দিয়েছেন। এছাড়া শিগগির সড়ক সংস্কার করা না হলে আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে বলেও জানিয়েছেন তারা।
এ প্রসঙ্গে স্থানীয় এমপি মোকাব্বির খান বলেছেন শিগগির যাতে সড়ক সংস্কার করা হয় সে জন্য তিনি সিলেটের চিফ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছেন।