স্টাফ রিপোর্টার :
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের খাতাটি যথাযথভাবে মূল্যায়ন না হওয়ায় ২৪জন শিক্ষার্থী এবারের পিইসি পরীক্ষায় এ প্লাস প্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন এ সকল শিক্ষার্থীর অভিভাবকেরা। তারা অভিযোগ করে বলেন, প্রতিটি শিক্ষার্থী অন্যান্য সকল বিষয়ে গড়ে ৯৫ করে নম্বর পেলেও শুধুমাত্র হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে ৬৫ থেকে ৭২ নম্বর পেয়েছে। অথচ একই বিষয়ে তারা নির্বাচনী পরীক্ষায় ৯০ এর উপর নম্বর পেয়েছিল। অভিভাবকেরা মনে করেন খাতাগুলো যথাযথভাবে মূল্যায়ন না হওয়ায় এ ২৪ জন মেধাবী শিক্ষার্থীর ফলাফল বিপর্যয় ঘটেছে।
সংবাদ সম্মেলনে অভিভাবকেরা জানান, বিষয়টি তারা জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষকে অবহিত করেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে অধ্যক্ষ তাদেরকে আশ্বস্ত করেছেন। অভিভাবকদের দাবি হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের খাতাটি পুনরায় মূল্যায়ন করলে ২৪ জন শিক্ষার্থী আশানুরূপ ফলাফল অর্জন করতে পারবে। এ বিষয়ে তারা প্রাথমিক শিক্ষা সিলেট অঞ্চলের উপ-পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে দ্রুত পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান।
সংবাদ সম্মেলনে অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন ক্ষিতীশ সরকার, বিদ্যুৎ বিশ্বাস, শিল্পী রানী সরকার, মুক্তা রায়, চিত্রা দাস চৌধুরী, কৃষ্ণা দে, সুপ্রীয়া গুণ, প্রশান্ত চক্রবর্তী, কমল কুমার সাহা, অমর চন্দ্র সরকার, বিলা সিনহা, ছবি বিশ্বাস, স্বপন কুমার বিশ্বাস, রন সিংহ, পবিত্র সিংহ, রিমা সাহা, রাখাল সরকার, সুতপা নন্দী চৌধুরী, রবিন্দ্র দেবনাথ, কৌশিক চন্দ্র নাথ, দেবাশীষ দাস, অজয় দেবনাথ, ধীরেন্দ্র দেবনাথ ও আবদ্ধ এশ।