সাবেক এমপি’র পিএসহ গ্রেফতারকৃত ৩ জন কারাগারে

4

হবিগঞ্জ সংবাদদাতা

হবিগঞ্জ-২ আসনের আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য (এমপি) ময়েজ উদ্দিন শরীফ রুয়েলের ব্যক্তিগত সহকারী (পিএ) জামাল হোসেনসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।এর মধ্যে শনিবার দিবাগত মধ্যরাতে হবিগঞ্জ শহরের কালিবাড়ি এলাকা থেকে জামাল হোসেনকে আটক করে পুলিশে দেয় বৈষম্যবিরোধী ছাত্রÑজনতা। গ্রেফতারকৃতদের রবিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
হবিগঞ্জ সদর থানার (ওসি) আলমগীর কবির জানান, হবিগঞ্জ শহরে গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দেড়শ’ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় জামালকে গ্রেফতার দেখানো হয়েছে। গত ৯ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া গ্রামের হাফিজুর রহমান বাদী হয়ে সদর মডেল থানায় এ মামলাটি দায়ের করেন।
এতে অভিযোগ করা হয়, গত বছরের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা থানার সামনে গেলে জামালসহ আসামিরা অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করেন। এ সময় মামলার বাদী হাফিজুরকে কুপিয়ে জখমসহ আরও অনেককে আহত করা হয়।
এদিকে, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্মÑসাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদকে গ্রেফতার করে সেনাবাহিনী। শনিবার রাত সাড়ে ১২ টায় সেনাবাহিনী তার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
শায়েস্তাগঞ্জ থানার (ওসি) দিলীপ কান্ত নাথ বিষয়টি নিশ্চিত করে বলেনÑ রিয়াদ বৈষম্যবিরোধী ছাত্রÑজনতার উপর হামলা মামলার আসামী। ওসি আরো বলেনÑ একই উপজেলা থেকে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে মো. আব্দুস ছালাম মিয়াকে গ্রেফতার করা হয়। সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী। ছালাম ফেসবুকে সরকার বিরোধী বিভিন্ন পোস্ট শেয়ার করে প্রচারের মাধ্যমে গুজব ছড়ায়। এই অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের রবিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।