সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেছেন, প্যানডামিক সময়ে দক্ষিণ ও পূর্ব এশিয়ার ৮০ কোটি শিক্ষার্থীর পড়াশোনা ব্যাহত হয়েছে। শিক্ষার্থীরা কাঠামোগত শিক্ষা থেকে ঝরে পড়েছে। ঘরবন্ধী সময়ে একাকিত্ব, পুষ্টিহীনতা, ঘুমে ব্যাঘাত, বাল্যবিবাহসহ আত্মবিশ^াসের অভাব দেখা দিয়েছে। তবে এতকিছুর পরও আমাদের সফল প্রধানমন্ত্রী মানবতার মা শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে আমরা খুব বেশি ক্ষতিগ্রস্ত হইনি। অনলাইনে শিক্ষাদানের মাধ্যমে শিক্ষাকার্যক্রম চালু রাখার পাশাপাশি আমাদের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ততাও কাটিয়ে উঠা সম্ভব হয়েছে।
বানিয়ান ব্রিটিশ স্কুলের কোভিড-১৯ এবং শিক্ষাব্যবস্থা ও শিক্ষার্থীদের উপর এর প্রভাব বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শনিবার (২৭ নভেম্বর ২০২১) সকাল ১০টায় বানিয়ান ব্রিটিশ স্কুলের প্রাঙ্গনে স্কুলের চেয়ারম্যান লুটন ইউ.কের প্রাক্তন মেয়র তাহির খান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আরটিএম আল কবির টেকনিক্যাল বিশ^বিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা অধ্যক্ষ মাজেদ আহমদ চঞ্চল, সীমান্তিকের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর হুমায়ূন কবির, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, আকবেট এর এক্সিকিউটিভ ডিরেক্টর মো. আসাদুজ্জামান সায়েম, ম্যানেজিং ডিরেক্টর ইসমাইল হোসেন, পাবলিক রিলেশন ডিরেক্টর এম.এস রুহেল প্রমুখ এবং সর্বশেষ ধন্যবাদ বক্তব্য জ্ঞাপন করেন হেড অব স্কুল জাকিরা ফাতিমা লিমি চৌধুরী।
বানিয়ান ব্রিটিশ স্কুলের শিক্ষিকা কোরেশী রাহনুমার পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন এক্সিকিউটিভ প্রিন্সিপাল সামন্থা চাইল্ড। শুরুতে কোরআন তেলাওয়াত করেন স্কুলের শিক্ষক সাইফুল্লাহ বিন কাদির। বিজ্ঞপ্তি