হবিগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জের আজমিরীগঞ্জ থেকে নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান ইশান (৩৪)-কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ৯ টায় পৌরশহরের পোস্ট অফিস সংলগ্ন একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত ইশান আজমিরীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মৃত হাফিজ উদ্দিন (হাফাই) মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মেহেদি হাসান ইশান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার একটি মামলার এজাহারভুক্ত আসামি।
আজমিরীগঞ্জ থানার ওসি এবিএম মাঈদুল হাছান বলেন, গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেছেন।