কাজিরবাজার ডেস্ক :
আসন্ন সিলেট-৩ আসনের উপ-নির্বাচনের প্রচার শেষ হবে আগামী ২৬ জুলাই সকাল ৮টায়। এরপর প্রচার চালালে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে।
সোমবার (১৯ জুলাই) নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানান, সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে প্রচার বন্ধ করার বিধান আছে। সেই হিসেবে ২৬ জুলাই সকাল ৮টায় প্রচার বন্ধ করতে হবে। কেননা, ভোটগ্রহণ শুরু হবে ২৮ জুলাই সকাল ৮টায়।
তিনি জানান, এরই মধ্যে রিটার্নিং কর্মকর্তাকে প্রচারের বিষয়ে একটি নির্দেশনা পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে-গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৮ অনুসারে ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগ থেকে ভোট গ্রহণ শেষ হওয়ার পরের ৪৮ ঘণ্টার মধ্যে অর্থাৎ ২৬ জুলাই সকাল ৮টা থেকে ৩০ জুলাই বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনী এলাকায় যেকোনো ধরনের সভা, সমাবেশ ও মিছিল, শোভাযাত্রা করা যাবে না। বিষয়টি রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার স্থানীয়ভাবে ব্যাপক প্রচারের মাধ্যমে প্রার্থী রাজনৈতিক দলকে অবহিত করবেন।
সিলেট-৩ আসনটি দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এতে ৩ লাখ ৩০ হাজারের মতো ভোটার রয়েছেন।