আমরা অন্তর্র্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেব না -রুহুল কবির রিজভী

5

কাজির বাজার ডেস্ক

বিএনপি’র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিএনপি সরকারের গঠনমূলক সমালোচনা করতে পারে। কিন্তু দলটি সরকারকে ব্যর্থ হতে দেবে না। কারণ সরকার গঠিত হয়েছিল ছাত্র-নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানের পক্ষে থাকা দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে। শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, ‘একদিকে, আমরা অন্তর্র্বর্তী সরকারের গঠনমূলক সমালোচনা করছি। অন্যদিকে, আমরা একে অপরের পাশে বসে আলোচনা করছি। এটি গণতান্ত্রিক রীতি। কিন্তু আমরা সরকারকে ব্যর্থ হতে দেব না।’
রিজভী আরও বলেন, ‘সরকারের সমালোচনা করার কারণে এখন আমাদের জেলে যেতে হবে না। বিচারবহিভর্‚ত হত্যাকাÐ বা জোরপূর্বক গুমের শিকার হতে হবে না। দমন-পীড়ন ও মিথ্যা মামলার মুখোমুখি হতে হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর এই পরিবর্তন এসেছে।’ বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) উপ-প্রধান বার্তা সম্পাদক জি এম রাজীব হোসেনের ‘দ্রোহের গ্রাফিতি: ২০২৪ গণঅভ্যুত্থান’ বইটি অমর একুশে বইমেলা, ২০২৫ উপলক্ষে প্রকাশিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, বাসস-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী, জাতীয় প্রেসক্লাব (জেপিসি) সভাপতি হাসান হাফিজ, দৈনিক আমার দেশ-এর নির্বাহী সম্পাদক ও লেখক সৈয়দ আবদাল আহমেদ, সাংবাদিক রওনক হাসান ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব নুরুল করিম ভ‚ঁইয়াও বক্তব্য দেন।
বাসস-এর উপ-প্রধান বার্তা সম্পাদক জুনান নিশাত অনুষ্ঠানটি সঞ্চলনা করেন।