ওসমানীনগরে মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার ॥ ধর্ষণের বিরুদ্ধে সচেতনতামূলক প্রচারণা চালতে হবে

25

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
ওসমানীনগর উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী বলেছেন, যৌতুকের মত ধর্ষণ একটি সামাজিক ব্যাধি। সমাজের সকল শ্রেণী-পেশার মানুষের সমন্বয়ে এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। প্রত্যেকের অবস্থান থেকে বাল্য বিবাহের মতো ধর্ষণের বিরুদ্ধে সচেতনতামূলক প্রচারণা চালতে হবে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন, সিলেটর অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সন্দ্বীপ সিংহ, বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়নূল হক চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সাবেক সাধারণ সম্পাদক আব্দাল মিয়া, সাব রেজিস্ট্রার মোহাম্মদ ইউনুছ, পল্লী বিদ্যুতের ডিজিএম ফাইজ উল্যাহ, ওসি এস এম আল মামুন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এম শাহরিয়ার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: হামিদা বেগম, উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা বেগম, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা শাহ সুলতান আহমদ, উপজেলা সহকারী প্রকৌশলী (ত্রাণ-দুর্যোগ) আলমগীর রেজা রিপন, আনছার ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম, উমরপুর ইউপি চেয়ারম্যান গোলামা কিবরিয়া, উসমানপুর ইউপি চেয়ারম্যান ময়নূল আজাদ ফারুক, বুরুঙ্গা ইউপি চেয়ারম্যান গোলাম রাসুল এম এ খালেক লটই, পশ্চিম পৈলনপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাফিজ গেদাই, দয়ামীর ইউপি চেয়ারম্যান তাজ মোহাম্মদ ফখর উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কামাল হোসেন কনা, আপ্তাব আহমদ, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, সাধারণ সম্পাদক শিপন আহমদ, গোয়ালাবাজার ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সামাদ, যুবলীগের সভাপতি আনা মিয়া ও স্বেচ্ছাসেবলীগের আহ্বায়ক চঞ্চল পাল প্রমুখ। এদিকে বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী এর আগে দয়ামীর সদরুন নেছা উচ্চ বিদ্যালয়ে স্থাপিত গালর্স ফ্যাসিলিটিজ রুম পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বলেন, দেশের আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এ রকম গার্লস ফ্যাসিলিটিজ রুম গড়ে ওঠেনি। তাই দেশের মধ্যে এটি একটি অনন্য উদাহরণ। বিভাগীয় কমিশনার উমরপুর পরিষদ পরিদর্শন করেন। এ সময় ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ইউনিয়ন পরিষদের সদস্যদের সাথে মত বিনিময় করেন। পরে উমরপুর ইউনিয়নের বড় ইশবপুর গ্রামের মামুন চৌধুরীর বাড়িতে আমার বাড়ি আমার খামার প্রকল্পের গ্রাম উন্নয়ন সমিতির উপকারভোগী সদস্যদের সাথে মত বিনিময় করেন। মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউএনও আনিছুর রহমান। এছাড়া বিভাগীয় কমিশনার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিস, উমরপুর ইউনিয়ন পরিষদ, উমরপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ব্রাম্মণগ্রাম কমিউনিটি ক্লিনিক ও উপজেলা পরিষদের নির্মাণাধিন প্রকল্প পরিদর্শন করেন।