মুক্তিযুদ্ধে বঙ্গবীর ওসমানীর অবদান শীর্ষক আলোচনা সভায় ব্যারিস্টার এম আমীরুল ইসলাম ॥ মহান মুক্তিযুদ্ধে সফল নেতৃত্ব দানকারী বঙ্গবীর ওসমানীকে যথাযথ সম্মান দিতে হবে

128

মহান মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের রচয়িতা, বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ব্যারিস্টার এম আমীরুল ইসলাম বলেছেন, বঙ্গবীর জেনারেল মুহম্মদ আতাউল গণি ওসমানী আজীবন বাঙালি জাতীয়তাবাদ ও সংসদীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন। কঠোর নিয়ম-শৃঙ্খলার মধ্যে জীবন যাপন করাই ছিল তার অন্যতম বৈশিষ্ট্য। মহান মুক্তিযুদ্ধ পরবর্তী সরকারে তার সঠিক মূল্যায়ন হয়নি। মহান মুক্তিযুদ্ধে সফল নেতৃত্ব দানকারী এই বঙ্গবীরকে জাতির সামনে সঠিক ভাবে তুলে ধরতে হবে।
তিনি ২ সেপ্টেম্বর রবিবার বিকেল ৪টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবীর জেনারেল মুহম্মদ আতাউল গণি ওসমানীর জন্মশত বার্ষিকী উদযাপন কমিটির উদ্যোগে মুক্তিযুদ্ধে বঙ্গবীর ওসমানীর অবদান শীর্ষক আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আগামী প্রজন্মের কাছে বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবীর জেনারেল মুহম্মদ আতাউল গণি ওসমানীকে সঠিক মর্যাদায় উপস্থাপন করার ও পাঠ্য পুস্তকে বঙ্গবীর ওসমানীর আত্মজীবনী তুলে ধরার আহবান জানান।
বঙ্গবীর জেনারেল মুহম্মদ আতাউল গণি ওসমানীর জন্মশত বার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক, সাবেক সেনাবাহিনী প্রধান, বীর মুক্তিযোদ্ধা লে. জেনারেল (অব.) হারুন অর রশীদ বীর প্রতীক এর সভাপতিত্বে আলোচনা সভায় সাবেক গণপরিষদ সদস্য, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান, বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য আ.ন.ম শফিকুল হক, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট রফিকুল হক, জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, বারাকা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রব্বানী চৌধুরী, বঙ্গবীর জেনারেল ওসমানী মেমোরিয়াল ট্রাস্ট্রের ট্রাস্টি এডভোকেট নওশাদ আহমদ চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ লালা, সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী।
সৈয়দ সাইমুম আনজাম ইভান, এডভোকেট এন.আই.এম মাসুম চৌধুরী ও এডভোকেট মুমিনুর রহমান টিটুর যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির সদস্য সচিব ও সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-’৭১ এর সিলেট বিভাগীয় সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল)। বক্তব্য রাখেন উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক সিনিয়র সাংবাদিক আজিজ আহমদ সেলিম, এডভোকেট আব্দুল খালিক, এডভোকেট মনির উদ্দিন, সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খলিক, মিসেস মারিয়ান চৌধুরী, শামসুন নাহার মিনু, হাসনা হেনা চৌধুরী, এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, এডভোকেট হোসেন আহমদ, যুগ্ম সদস্য সচিব ও বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদের সভাপতি সৈয়ীদ আহমদ বহলুল, বীর মুক্তিযোদ্ধা মানিক মিয়া, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর খালিছাদার, কবি পুলিন রায়, সাংস্কৃতিককর্মী ধ্র“ব গৌতম প্রমুখ। শুরুতে পবিত্র পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন এডভোকেট আব্দুল করিম আকবরী, গীতা পাঠ করেন হরিপদ চন্দ ও বাইবেল পাঠ করেন পিটার বিশ^াস। আবৃত্তি করেন এডভোকেট সাইফুর রহমান। বিজ্ঞপ্তি