সুনামগঞ্জে বিদেশী মদসহ গ্রেফতার ৫

5

সুনামগঞ্জ সংবাদদাতা

সুনামগঞ্জে বিদেশী মদসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। শুক্রবার জেলার বিভিন্ন জায়গায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার ইসলামপুর গ্রামের মো. আব্দুল মজিদের ছেলে মো. গোলাপ মিয়া (৩৬), শিবপুর গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে রাসেল মিয়া (৩১), ছাতক থানার সৈদাবাদ গ্রামের আব্দুল কাদেরেরে ছেলে আব্দুল হাকিম ও একই গ্রামের মৃত রিয়াছদ আলীর ছেলে মো. রশিক আলী ও নরসিংদীর সদর থানার গয়নারগাঁও গ্রামের মৃত হান্নান মিয়ার ছেলে আলী আকবর (২২)।
র‌্যাব জানায়, সুনামগঞ্জ এর একটি আভিযানিক দল শুক্রবার দিবাগত রাতে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার বেহেলী এলাকায় অভিযান পরিচালনা করে ৪৫ বোতল বিদেশী মদসহ গোলাপ মিয়া ও রাসেল মিয়াকে গ্রেফতার করে। এছাড়া একই রাতে সুনামগঞ্জ জেলার ছাতক থানার ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৪০ বোতল বিদেশী মদসহ আব্দুল হাকিম ও মো. রশিক আলীকে গ্রেফতার করা হয়। শুক্রবার রাতে অপর আরেকটি অভিযানে জেলার দোয়ারাবাজার থানা থেকে ২৩ বোতল বিদেশী মদসহ আলী আকবরকে গ্রেফতার করা হয়।