সিনিয়র সিটিজেনস হেলথ কেয়ার রিসোর্ট অবসর সম্পর্কিত মতবিনিময় সভা

3

সিলেট ক্লাবে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজনে সিলেটের শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশে প্রথম সিনিয়র সিটিজেনস হেলথ কেয়ার রিসোর্ট অবসর সম্পর্কে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সম্প্রতি ২৬ মে বৃহস্পতিবার অনুষ্ঠানের প্রজেক্টের ভূমিকা, প্রেক্ষাপট এবং বর্তমান অবস্থা সম্পর্কে স্ববিস্তারে তুলে ধরেন হাসপাতালের চেয়ারম্যান, প্রীতি চক্রবর্তী, সিআইপি। অনুষ্ঠিত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি এটিএম শোয়েব, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সভাপতি আফজাল রশিদ চৌধুরী, পিএইচএফ, এমসি, সিলেট চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি ফখর উদ্দিন আলী আহমদ, সিলেট উইমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি স্বর্ণলতা রায়, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের পরিচালক মোঃ হাফিজ আহমেদ, রিয়েল হিরো এক্সপো এন্ড কমিউনিকেশনের ফাউন্ডার ও সিইও মালা খন্দকার, বারাকাতুল্লাহ পাওয়ার প্ল্যান্ট এর চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী, নন রেসিডেন্সিয়াল বাংলাদেশি মিশফাক আহমেদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মুফতি তাহের আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী সুখেন্দু ঘোষ শম্ভু এবং পানসী গ্রুপের ইমরান আহমেদ সহ গণ্য মান্য ব্যক্তিবর্গ। পুরো প্রোগ্রামটি তত্ত্বাবধান করেন মি. হাসিন আহমেদ, প্রাক্তন প্রেসিডেন্ট এন্ড ফাউন্ডার, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এবং সিলেট ক্লাব। আরো উপস্থিত ছিলেন অবসর প্রজেক্টের চীফ আর্কিটেক্ট, অনিল শর্মা। তিনি প্রজেক্টেও আর্কিটেকচারাল ভিউ এবং এর সুবিধা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এই অনুষ্ঠানে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রজেক্ট ম্যানেজার এবিএম হানিফুজ্জামান এবং ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন এক্সিকিউটিভ অনিক কুমার সরকার। বিজ্ঞপ্তি