জিন্দাবাজারে বিদ্যুৎ লাইনে অগ্নিকান্ড

26

স্টাফ রিপোর্টার :
নগরীর জিন্দাবাজারস্থ অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে দুই দুইবার বিদ্যুৎ লাইনে আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার বেলা ১২টা ১৫মিনিট ও ১২টা ৪৫মিনিটে পৃথকভাবে এ অগ্নিকান্ডে ঘটনা ঘটে। খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিস অফিসের একটি অগ্নি নির্বাপক দল আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, নগরীর অগ্রগামী উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে রাখা হকারদের বিদ্যুৎ লাইনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বেলা ১২টা ১৫মিনিটে প্রথমবার বিদ্যুৎ লাইনে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিভিয়ে চলে যায়। পরে আবার ১২টা ৪৫ মিনিটে আগুন লাগার খবর পান তারা। দ্বিতীয় বার আগুন নিভানোর পর বিদ্যুৎ অফিসের সহায়তায় লাইনগুলো বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়।
সিলেট ফায়ার সার্ভিস অফিসের স্টেশন মাস্টার যীশু তালুকদার অগ্নিকান্ডের সত্যতা নিশ্চিত করে জানান, দুই বার সেখানে অগ্নিকান্ডের ঘটনা ঘটলেও ক্ষয়ক্ষতি হয়নি।