শাবির ভর্তি পরীক্ষা ২৮ ফেব্রæয়ারি, কমানো হয়নি ফি

3

শাবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের পরীক্ষা নিজস্ব পদ্ধতিতে ২০২৫ সালের ২৮ ফেব্রæয়ারি (শুক্রবার) গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে ২২ ফেব্রæয়ারি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হলে একইদিনে অন্য দুই সরকারি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা থাকায় শাবি ভর্তিচ্ছুদের সুবিধায় তারিখ পরিবর্তন করে। তবে ভর্তি পরীক্ষার জন্য ফি অপরিবর্তিত রয়েছে। অতিরিক্ত ফি নেয়ার অভিযোগ উঠলেও তা কমানো হয়নি।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। একাডেমিক সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ সেশন থেকে এককভাবে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নিবে শাবি। এতে আগামী ৫ থেকে ২৫ জানুয়ারি ভর্তি পরীক্ষার আবেদন করতে পারবে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এরপর ২৮ ফেব্রæয়ারি সকাল ও বিকাল দুই বেলা বিজ্ঞান অনুষদভুক্ত এ ইউনিট এবং মানবিক অনুষদভুক্ত বি ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার ফি এ-১ ইউনিট (বিজ্ঞান বিভাগ) এর জন্য ১২৫০ টাকা, এ-২ ইউনিট (আর্কিটেকচার) এর জন্য ১৪০০ টাকা, বি ইউনিট (বিজ্ঞান, মানবিক, বানিজ্য) এর জন্য ১২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
শাবির নিজস্ব পদ্ধতির ভর্তি পরীক্ষায় এবার প্রথমবারের মতো বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাগুলো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেটসহ গুরুত্বপূর্ণ বিভাগীয় শহরগুলোতে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এতে কয়েক দিনের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে জানা গেছে।
উল্লেখ্য, জুলাই-আগস্টে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের টিউশন ফি মওক‚ফের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।