স্থল বন্দরের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সকল ধরনের সহযোগিতা করা হবে : নৌপরিবহন উপদেষ্টা

2

কে.এম লিমন গোয়াইনঘাট

নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের কেউ যেহেতু রাজনীতি করে না, তাই সংস্কার শেষে নির্বাচন করার ম্যান্ডেট আছে। তবে সময় হলে সবই পরিস্কার হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নৌপরিবহন উপদেষ্টা বলেছেন, সবাই যদি চায় নির্বাচন নতুন তত্ত¡াবধায়ক সরকার করবে, অথবা নতুন কাউকে যুক্ত করা হবে। তত্বাবধায়ক সরকার আইনে যে সময় সীমা আছে তা কিভাবে সমাধান হবে তা একটি বিষয়। তবে এখনই এ বিষয়ে হাত দিবে না বর্তমান সরকার। তামাবিল স্থল বন্দরের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সকল ধরনের সমস্যা সমাধান করে সহযোগিতা করা হবে বলেও জানান তিনি। বুধবার দুপুরে সিলেটের তামাবিল স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন তিনি।
নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার ড. এম সাখাওয়াত হোসেন এর আগে বেলা ১১ টায় তামাবিল স্থল বন্দরে পৌঁছে স্থল বন্দরের প্রশাসনিক ভবন, তামাবিল ইমিগ্রেশন, বধ্যভ‚মি ও স্থলবন্দরের পণ্য পরিমাপ স্কেল পরিদর্শন শেষে স্থল বন্দরের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে বাংলাদেশ স্থলবন্দর আয়োজিত তামাবিল স্থলবন্দরের অংশীজনদের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্থল বন্দরের চেয়ারম্যান অতিরিক্ত সচিব মোহাম্মদ মানজারুল মান্নান, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, গোয়াইনঘাটের ইউএনও মোঃ তৌহিদুল ইসলাম, তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমানসহ তামাবিল পাথর আমদানীকারক গ্রæপের নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় তামাবিল পাথর আমদানীকারক গ্রæপের পক্ষ থেকে আমদানীকৃত পাথরে ওজনে যৌক্তিক ছাড়, লেবার হ্যান্ডেলিং, ইয়ার্ড ব্যবহারে অতিরিক্ত ট্যারিফ প্রতিবন্ধকতা, বন্ড এরিয়া বৃদ্ধি এবং স্থল বন্দরের অবকাঠামো উন্নয়নের দাবি জানান।
এদিকে বিকেল তিনটায় জাফলং এর বিভিন্ন স্থান ঘুরে দেখেন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন।