এশিয়া কাপের ফাইনালে ভারতের মেয়েরা

5

স্পোর্টস ডেস্ক :
থাইল্যান্ডের বিপক্ষে ভারতের জয়ই ছিল প্রত্যাশিত। হলোও তাই।
হেসেখেলেই ভারত চলে গেছে এবারের নারী এশিয়া কাপের ফাইনালে। শুরুতে ব্যাটাররা এনে দিয়েছেন বড় সংগ্রহ, পরে বোলাররাও নিজেদের কাজ করেছেন ঠিকঠাক। কখনোই তাদের সঙ্গে পাল্লা দিতে পারেনি থাইল্যান্ড।
বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নারী এশিয়া কাপের সেমিফাইনালে থাইল্যান্ডকে ৭৪ রানে হারিয়েছে ভারত। আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রানের সংগ্রহ পায় তারা। জবাব দিতে নেমে ৯ উইকেট হারিয়ে ৭৪ রানের বেশি করতে পারেনি থাইল্যান্ড।
টস হেরে ব্যাট করতে নেমে ৩৮ রানের উদ্বোধনী জুটি পায় ভারত। ১৪ বলে ১৩ রান করা স্মৃতি মান্ধানাকে ফেরান পানিটা মায়া। ভারত তেমন বড় জুটি গড়তে পারেনি থাইল্যান্ডের বিপক্ষে, হারিয়েছে উইকেটও।
তাদের পক্ষে সর্বোচ্চ রান আসে শেফালি ভার্মার ব্যাট থেকে। ৫ চার ও ১ ছক্কায় ২৮ বলে ৪২ রান করেন তিনি। এছাড়া ৪ চারে ৩০ বলে ৩৬ রান করেন হারমানপ্রিত কৌর। থাইল্যান্ডের পক্ষে ৪ ওভারে ২৪ রান দিয়ে তিন উইকেট নেন সোরনারিন টিপোচ।
জবাব দিতে নেমে শুরু থেকেই চাপে ছিল থাইল্যান্ড। স্কোরবোর্ডে ২১ রান তুলতেই তারা হারিয়ে ফেলে চার উইকেট। লক্ষ্য তাড়ায় কখনোই রান তোলার গতির সঙ্গে পাল্লা দিতে পারেনি থাইরা। কোনো বাউন্ডারি না হাঁকিয়ে দলের পক্ষে ৪১ বলে সর্বোচ্চ ২১ রান করেন নারোইমল চাওয়ী।
এছাড়া ১ চারে ২৯ বলে ২১ রান করেন নাত্তায় বুচাথামও। তাদের দুজনের বাইরে আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে নিতে পারেননি ব্যক্তিগত সংগ্রহ। ভারতের পক্ষে ৪ ওভারে ১ মেডেনসহ মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট নেন দ্বীপ্তি শর্মা।