সিলেট-৩ আসনের সংসদ সদস্য, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, নান্দনিক সিলেট ৩ গড়তে ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই অঞ্চলের মানুষের কষ্ট লাঘবে প্রত্যেকটি গ্রামের রাস্তা ধাপে ধাপে পাকাকরণে আমি বদ্ধ পরিকর। এই সরকারের আমলেই সিলেট ৩ সংসদীয় আসনের অধিকাংশ রাস্তা পাকা করা হবে। সেই লক্ষেই আমি কাজ করে যাচ্ছি।
হাবিবুর রহমান হাবিব শুক্রবার (৪ মার্চ) বিকেলে ভিআরআরপি প্রকল্পের আওতায় দক্ষিণ সুরমার লালাবাজারের করসোনা-সেনপাড়া-রায়খাইল সড়ক পুনর্বাসন কাজের শুভ উদ্বোধনকালে উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় সিলেট জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মতিউর রহমান মতি, লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোয়াজ্জিদুল ইসলাম তুহিন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মতিন, লালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বুলবুল আহমদ, সাধারণ সম্পাদক মুহিত হোসেন, আওয়ামী লীগ নেতা হাজ¦ী রুশন আলী, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম চৌধুরী ছন্নান মিয়া, দেলওয়ার হোসেন খান রানা, টিপু খান, জহুর আলী, হাবিবুর রহমান, মুকিত আহমদ, হেলাল আহমদ, আতিকুল ইসলাম, দক্ষিণ সুরমা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, মহানগর যুবলীগ নেতা সাইদ আহমদ, উপজেলা যুবলীগ নেতা লোকমান হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক লায়েক আহমদ জিকো, যুবলীগ নেতা রিয়াজ মিয়া, ছালেক আহমদ, জুয়েল আহমদ, রুমেল মিয়া, রাসেদুল ইসলাম রাসেল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরশ আলী, সাধারণ সম্পাদক রুহেল আহমদ, ছাত্রলীগ নেতা তোফায়েল আহমদ, আমিনুল ইসলাম সেপু, সুরমান আলী প্রমুখ। বিজ্ঞপ্তি