জগন্নাথপুরের আ.লীগ নেতার জামিন লাভ

3

জগন্নাথপুর প্রতিনিধি

জগন্নাথপুরে বিএনপির অফিস ভাংচুর মামলায় ইতোমধ্যে জামিন পেয়েছেন সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। পরে এ চাঞ্চল্যকর মামলায় গ্রেফতার করা হয় জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন আ.লীগ নেতা কামাল হোসেন লিলুকে।
২৯ নভেম্বর রাতে থানার এসআই শাহ আলমের নেতৃত্বে পুলিশ দলের অভিযানকালে উপজেলার কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি-পুরানপাড়া গ্রামের মৃত আঃ মান্নানের ছেলে আ.লীগ নেতা কামাল হোসেন লিলুকে েেগ্রফতার করা হয়। গ্রেফতারকৃতকে ৩০ নভেম্বর শনিবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। পরে ২ ডিসেম্বর সোমবার তিনি আদালত থেকে জামিন লাভ করেছেন বলে তার ভাই জামাল হোসেন নিশ্চিত করেছেন।