স্টাফ রিপোর্টার
ভারতে আগরতলায় বাংলাদেশ উপ হাইকমিশনে হামলার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেটের পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ৮টার দিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে মিছিল শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সমন্বয়ক আসাদুল্লাহ গালিব, ছাত্রনেতা আকতার হোসেন, রেদোয়ান রফিক, তামিম আদনান, তামিম আহমদ, আবু সাঈদ। মশাল মিছিল পরবর্তী সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ভারতের আগরতলায় বাংলাদেশ উপ হাইকমিশনে হামলার নিন্দা জানাচ্ছি। ভারতের উগ্রবাদী হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা বার বার উসকানি দিচ্ছে। আমরা বাংলাদেশের জনগণ শান্তিপ্রিয় কিন্তু ভারতের দাসত্ব মেনে নেবো না। বিগত ১৬বছর এদেশকে তাদের করায়ত্তে রেখেছিল। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে তাদের পরাজয় হয়েছে। মজলুম মানুষের বিজয় হয়েছে। আমরা জুলাই আগষ্ট আন্দোলনে রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। আমাদের প্রতিবেশী দেশ ভারত এভাবে অন্যায়ভাবে হস্তক্ষেপ করার চেষ্টা করলে আমরা ছাত্র জনতা আবারও রক্ত দিয়ে স্বাধীনতা রক্ষা করবো। আমরা বাংলাদেশের সরকার প্রতি আহবান জানাচ্ছি, ভারতের দূতাবাসকে ডেকে কড়া প্রতিবাদ জানান।