মো: ছিদ্দিকুর রহমান
চৈত্র শেষে বৈশাখ এলো
ঘ্রীষ্ম দিল ডাক,
জোয়ার এসে ভরে দিল
নদী নালার বাঁক।
শস্য শ্যামল সবুজ মাঠে
দোলছে পাঁকা ধান,
তাই দেখিয়া কৃষক হেসে
গায়ছে সুরে গান।
গাছের ডালে ঝুলছে কত
নানান পাঁকা ফল,
পাঁকা ফলের মিষ্টি ঘ্রাণে
দেশ হল যে তল।
ঢেউ খেলে দক্ষিণা হাওয়া
উড়ছে পাখির ঝাঁক,
বন বাগিচা নানান ফুলে
উঠলো ফুটে বাগ।