‘শিল্প-সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ’ এই প্রতিপাদ্যের আলোকে জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে সিলেটে শুরু হয়েছে ৭ দিনব্যাপী লোকসংস্কৃতি উৎসব ও একুশে বইমেলার। ২৬ ফেব্রুয়ারি নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজনটির শুভ উদ্বোধন হয়। জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আয়োজনটির উদ্বোধন করেন একুশে পদক প্রাপ্ত লোকসংগীত শিল্পী সুষমা দাস। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লোকসংস্কৃতি গবেষক শুভেন্দু ইমাম, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্ত্তী, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত ও বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক সুমনকুমার দাশ। একাডেমির প্রশিক্ষণার্থী মাসুদ পারভেজ ও শাহী তাসনুভা ফাইরুজের উপস্থাপনায় সম্মেলক সংগীত; দলীয় নৃত্য; একক সংগীত পরিবেশনা এবং বাউল গানে বিমোহিত হয় হাজারো দর্শক। একুশে পদক প্রাপ্ত লোকসংগীত শিল্পী সুষমা দাস, সুনামগঞ্জ থেকে আগত সংগীতশিল্পী মাকসুদুর রহমান দীপু, হবিগঞ্জ থেকে আগত বাউল ইকরাম উদ্দিন ও সিলেটের গৌতম চক্রবর্ত্তী ও তন্বী দেবের একক পরিবেশনা এবং ছন্দনৃত্যালয়ের নৃত্য ও জেলা শিল্পকলা একাডেমির সংগীত বিভাগের দলীয় পরিবেশনা দর্শকদের বিমোহিত করেন। লোকসংস্কৃতি উৎসব ও বইমেলা চলবে আগামী ৪ মার্চ প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত। বিজ্ঞপ্তি