২৫ হাজার টাকার ঋণের জন্য কৃষকরা জেলে – দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম

13

আগামী ৯ ডিসেম্বর শুক্রবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন উপলক্ষে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির প্রস্তুতি সভা গত ২৬ নভেম্বর শনিবার বন্দরবাজারে পাকশী রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। সভায় পাবনার ঈশ্বদী উপজেলায় ২৫-৩০ হাজার টাকা ঋণ নিয়ে ফেরত না দেয়ার অভিযোগে করা একটি মামলায় ৩৭ জন কৃষকের নামে গ্রেফতারী পরোয়ানা, ১২ জন কৃষক জেলে, ২৫ জন কৃষক বাড়ি ছাড়া” সংবাদে গভীর উদ্বোগ, উৎকণ্ঠা প্রকাশ করে বলা হয়- দেশের বিভিন্ন ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে ঋণখেলাফিরা জামাই আদরে। এই দ্বৈত নীতি দেশবাসী মানে না। অবিলম্বে উক্ত ৩৭জন কৃষকের উপর থেখে ঋণের মামলা প্রত্যাহার করার জোর দাবী জানান।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন, চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার কলেজের সাবেক অধ্যক্ষ ড. রমেন্দ্র নাম ভট্টচার্য্য, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন চতুলী, মামুনুর রশীদ এডভোকেট, সাংগঠনিক সম্পাদক ডাঃ অরুণ কুমার দেব, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিদুর রহমান জুনু, কেন্দ্রীয় সদস্য আব্দুল মুতাওয়ালী ফলিক, আমিরুল হোসেন চৌধুরী আমনু, সরোজ ভট্টাচার্য্য, রফিকুল ইসলাম শিতাব, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ইসমত ইবনে ইসহাক সানজিদ, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক রিকন তালুকদার লিখন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নূর আহমদ জুনেদ প্রমুখ। বিজ্ঞপ্তি