লালবাজারে আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

2

স্টাফ রিপোর্টার

নগরীর বন্দরবাজারের একটি হোটেল থেকে রুকন উদ্দিন লোকমান (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেল ৫টার দিকে লালবাজারের আল-জালাল হোটেলের ৩৩০ নাম্বার কক্ষ থেকে এ লাশটি উদ্ধার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। নিহত রুকন উদ্দিন লোকমান সুনামগঞ্জের ছাতক উপজেলায় গোবিন্দগঞ্জের ইয়াজুস রহমান চৌধুরীর ছেলে।
মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।
আল জালাল হোটেলের ম্যানেজার আবু তাহের বলেন, নিহত রুকন উদ্দিন লোকমান বছরখানেক ধরে মাসিক রুম ভাড়া নিয়ে হোটেলের ৩৩০ নম্বর কক্ষে থাকতেন। প্রতিদিনের ন্যায় দুপুর ১২টা পর্যন্ত তাকে দেখতে না পেয়ে হোটেল বয় ডাকতে গিয়ে জানালা দিয়ে তার মৃতদেহ বিছানায় পড়ে থাকতে দেখে। পরে থানায় খবর দেওয়া হলে বুধবার বিকেল ৫টায় পুলিশ তার লাশ উদ্ধার করে।
নিহতের স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, রুকন উদ্দিন বিয়ে করেননি। যে কারণে তার সন্তান-সন্ততিও নেই। তার স্বজনরা বেশিরভাগ যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে থাকেন। তাদের পাঠানো টাকা দিয়ে তিনি জীবনযাপন করতেন।
এদিকে, পুলিশ বলছে, রুকন উদ্দিন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যেতে পারেন। নিহতের মরদেহ উদ্ধারের পর ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। তবে নিহতের স্বজনরা মরদেহ বিনা ময়না তদন্তে দাফনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।