মায়ের চাঁদ মুখ

59

মো: ছিদ্দিকুর রহমান

চাদঁ মাখা মুখটি মায়ের
দেখতে যখন পেতাম,
পোড়া মনের সকল দুঃখ
আমি ভুলে যেতাম।

দিবা রাত্রি ক্লান্তি শেষে
আসতাম যখন নীড়ে,
স্বর্গ সুখের আভাস পেতাম
মায়ের ভালবাসা ঘিরে।

মা হারিয়ে পাইনা যে আজ
সেই স্বর্গ সুখের দেখা,
অভাগা কপালে দেখা দিল
চরম দুর্ভাগ্যের রেখা।

এই ভুবনে ঘুরে ঘুরে
দেখছি আমি কত,
বন্ধু বান্ধব যত স্বজন
নেই মায়ের মত।

স্বার্থ লোভী সকল স্বজন
চক্ষু তাদের অন্ধ,
স্বার্থ ফুরালে কেটে পড়ে
দেখে না ভালো মন্দ।
নিঃস্বার্থ মা যায় না ভুলে
যতই কষ্ঠ পায়,
সন্তানের জন্যে বিলায় মা
জীবনটা নির্দ্বিধায়।