তাহিরপুর সংবাদদাতা
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত থেকে ১০ হাজার ২৫০ কেজি চিনি ও ৫৭৫ কেজি ভারতীয় আনার ফল (ডালিম/ বেদানা) জব্দ করেছে বিজিবি। বুধবার সকালে বিজিবির উপজেলার লাউড়েরগড় বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর যাদুকাটা নদের পাড় থেকে এসব চিনি ও আনার জব্দ করে। এসব চিনি ও আনারের কোনো মালিক পাওয়া যায়নি। ২০৫ বস্তায় ৫০ কেজি করে চিনি ছিল। আর আনারগুলো কীভাবে এসেছে তা জানা যায়নি।
বিজিবি জানায়, ভারত থেকে অবৈধভাবে আসা এসব চিনির বস্তা মালিকবিহীন ছিলো। জব্দ করা ১০ হাজার ২৫০ কেজি চিনির দাম ১২ লাখ ৩০ হাজার টাকা ও ৫৭৫ কেজি আনারের দাম ২ লাখ ১ হাজার ২৫০ টাকা। বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্তে চোরাচালানসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাÐ বন্ধে বিজিবির অভিযান এবং সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।