মৌলভীবাজারে সাবেক কৃষিমন্ত্রীর জামিন নামঞ্জুর

2

মৌলভীবাজার সংবাদদাতা

মৌলভীবাজারে সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদের জামিন নামঞ্জুর করে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার সকালে মো. আব্দুস শহীদকে একটি মামলায় মৌলভীবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
আদালত সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদকে জেলা কারাগার থেকে মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসা হয়। পরে বেলা ১১টার দিকে তাকে জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিছবাউর রহমানের আদালতে তোলা হয়। আদালতে আসামীপক্ষের আইনজীবীরা তার জামিন প্রার্থনা করেন।
এ সময় আদালত তার জামিন নামঞ্জুর করেন। অপর দিকে রাষ্ট্রপক্ষ তার ৫ দিনের রিমান্ড চাইলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পরে তাকে আদালত থেকে জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
কোর্ট পরিদর্শক শিবেন্দ্র চন্দ্র দাস বলেন, শ্রীমঙ্গলে ২০১৮ সালের ১৮ ডিসেম্বর বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনায় ২৪ অক্টোবর শ্রীমঙ্গল থানায় একটি মামলা হয়েছে। সেই মামলায় তাকে বুধবার আদালতে আনা হয়েছিল। আদালত জামিন নামঞ্জুর করে তাকে এক দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ আলী বলেন, আদালত জামিন নামঞ্জুর করেছেন। এক দিনের রিমান্ড দিয়ে আদালত বলেছেন, হাইকোর্টের নির্দেশনা মোতাবেক জিজ্ঞাসাবাদ করতে। সেই সঙ্গে অসুস্থ ও বয়স্ক হওয়ায় জিজ্ঞাসাবাদের আগে তার চিকিৎসার ব্যবস্থা করারও নির্দেশ দেওয়া হয়েছে।