স্টাফ রিপোর্টার
সিলেটে ২ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০ টার দিকে নগরীর শাহজালাল উপশহরের শাহজালাল সেতুর নিচ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তি এবং দুপুরে কানাইঘাট পৌর শহরে একটি দোকান ঘরের ভেতর থেকে এক আইসক্রিম বিক্রেতার লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, সকাল ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শাহজালাল সেতুর নিচ থেক অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে অনেক আগেই তার মৃত্যু হয়েছে। তার পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। অনেকটা কঙ্কালের মতো। তিনি আরো জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আমরা মরদেহের পরিচয় ও মৃত্যুর কারণ শনাক্তের কাজ করছি।
এদিকে, শুক্রবার দুপুর ১২ টার দিকে কানাইঘাটে আব্দুর রহমান লাল মিয়া (৪৮) নামে এক আইসক্রিম বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পৌর শহরের আল-রিয়াদ পয়েন্টের অদূরে একটি দোকানের ভেতর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত লাল মিয়ার বাড়ি কানাইঘাট উপজেলার ৫ নং বড়চতুল ইউনিয়নের লখাইর গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লাল মিয়া দীর্ঘদিন থেকে কানাইঘাট পৌর শহরে একটি দোকান ঘর ভাড়া নিয়ে ফেরি করে আইসক্রিম বিক্রি করতেন। গত তিন দিন থেকে পরিবারের সাথে কোনো যোগাযোগ হয়নি তার। এতে সন্দেহ হয় পরিবারের। শুক্রবার সকালে পরিবারের লোকেরা এসে ভাড়াটিয়া দোকান ঘরের বাইরে তালা দেওয়া দেখতে পান। পরে তালা খুলে ঘরের মেঝেতে লাল মিয়ার লাশ পড়ে থাকতে দেখেন। পরবর্তীতে কানাইঘাট থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।