রুহুল আমিন রাকিব
বাংলা আমার মায়ের ভাষা
বেঁচে থাকার স্বপ্ন আশা
রক্ত লালের এই যে ভাষা
শহীদ ভাইয়ের ভালোবাসা!
খোকন সোনার খাতায় আঁকা
সামনে চলার দিপ্ত রবি
সবুজ শ্যামল ফসলি জমি
বাহান্নর সেই সে ছবি।
বাংলা আমার দিন বদলে
নতুন ভোরের গানে গানে
আশার আলো যায় দেখিয়ে
মাঠ ভরা ওই হলদে ধানে।
কামার কুমার তাঁতি জেলে
থাকি যে থায় মিলে মিশ
নেই ভেদা-ভেদ গরিব ধনী
খুঁজে ফিরি আলোর দিশে।
বাংলা ভাষা হাসি খেলার
স্বাধীন ভাবে জীবন চলার
রক্তে কেনা এই অধিকার
মুক্ত স্বাধীন কথা বলার।
মায়ের কাঁন্না,বাবা হারার
ভাইয়ের জন্য রাত্রি আঁধার
তবুও চলি সামনে সবাই
উন্নয়নে দেশটা বাঁধার।
বাংলা আমার,বাংলা তোমার
সবার জন্য ভালোবাসা
দেশকে সবাই ভালোবাসো
আমার শুধু এটাই আশা।