হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের চুনারুঘাটে ব্যবসায়ী নেতা আবুল হোসেন ওরফে আকল মিয়া হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার দাবিতে উপজেলা সদরে হরতাল পালন করা হয়েছে। সর্বদলীয় সংগ্রাম পরিষদের ডাকে বুধবার সকাল থেকে হরতাল পালিত হয়। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে দলমত নির্বিশেষে হরতাল পালন করেন। সকাল থেকে হরতালের আওতামুক্ত ফার্মেসী, খাবার দোকান ও জরুরী সেবা প্রদান প্রতিষ্ঠানও খুলেনি। কোন ধরণের যানবাহন চলাচল করেনি। সকাল সন্ধ্যা হরতালের ডাক দিলেও প্রশাসনের অনুরোধে বেলা ১২টার পর হরতাল প্রত্যাহার করা হয়েছে। একই সাথে প্রশাসনকে ১০ দিনের সময় দেয়া হয়েছে। এর মধ্যে হত্যা রহস্য উন্মোচন এবং আসামীদের গ্রেফতার না করলে পরর্র্বতীতে বৃহত্তর কর্মসূচী ঘোষনা করবেন বলে জানিয়েছে সর্বদলীয় সংগ্রাম কমিটি।
অতীতে চুনারুঘাটে কোন সংগঠন এমন হরতাল পালন করতে পারেনি। সংগ্রাম কমিটি হরতালের সময় মধ্য বাজারে সমাবেশ করে। সংগ্রাম কমিটির আহ্বায়ক আব্দুস সালাম তালুকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব সিদ্দিকুর রহমান মাসুদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু, সিএনজি অটোরিকশা মালিক সমিতির সভাপতি আব্দুল কাদির সরকার, মাওলানা মতিউর রহমান হেলালী, মরহুমের ছেলে নাজমুল ইসলাম বকুল প্রমূখ। ২০ দিনেও এ হত্যার মামালর কোন অগ্রগতি না থাকায় সর্বদলীয় সংগ্রাম কমিটি সোমবার রাতে এক পরামর্শ সভায় এ হরতালের ঘোষণা দেয়।