অবৈধ অভিবাসীদের বের করে দিতে সেনা বাহিনী ব্যবহারের পরিকল্পনা ট্রাম্পের

1

কাজির বাজার ডেস্ক

ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই একের পর এক খড়গ নেমে আসছে অবৈধ অভিবাসীদের ওপর। একের পর এক দুঃসংবাদ শুনছেন তারা। এবার অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র বের করে দিতে সেনাবাহিনীকে ব্যবহার করার পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন নব নির্বাচিত প্রেসিডেন্ট।
হোয়াইট হাউসে বসার পর দেশ থেকে অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার পরিকল্পনা আগেই জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
‘দ্য পলিটিকো’র উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন থেকে এএফপি এই খবর জানিয়েছে।
এদিকে ট্রাম্প সোমবার আরেকটি পরিকল্পনার কথা নিশ্চিত করেন। তা হচ্ছে সীমান্ত নিরাপত্তা নিয়ে জাতীয় জরুরি পরিস্থিতি জারি করবেন তিনি। বতর্মান প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে মেক্সিকোর সীমান্ত পেরিয়ে রেকর্ড সংখ্যক অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। এ নিয়ে অনেক আগে থেকেই ক্ষুব্ধ ছিলেন ট্রাম্প।
এইসব অবৈধ প্রবেশ ঠেকাতে ট্রাম্প প্রথম মেয়াদে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের কাজও শুরু করেছিলেন। এবারের নির্বাচনে তার অন্যতম প্রধান প্রতিশ্রæতি ছিল- যুক্তরাষ্ট্রকে বেআইনি অভিবাসী মুক্ত করা।
আগামী ২০ জানুয়ারি শপথ নিয়ে হোয়াইট হাউসে বসবেন ট্রাম্প। ইতোমধ্যে প্রশাসন গোছানোও শুরু করে দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের সীমান্তের দায়িত্ব দিয়েছেন অভিবাসন বিষয়ে কট্টরপন্থি টম হোম্যানকে।
মার্কিন সরকারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বর্তমানে ১ কোটি ১০ লাখ মানুষ অবৈধভাবে বসবাস করছেন। ট্রাম্প যদি পরিকল্পনা অনুযায়ী অবৈধ অভিবাসীদের তাড়ানো শুরু করেন, তাহলে তা সরাসরি প্রায় ২ কোটি পরিবারের ওপর প্রভাব ফেলবে বলে ধারনা করা হচ্ছে।