কমলগঞ্জে সাংবাদিকদের পিপিই প্রদান করলেন জেলা যুবদল নেতা

6
কমলগঞ্জে সাংবাদিকদের মধ্যে পিপিই প্রদান করছেন জেলা যুবদলের সহ- সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী তৈমুর।

কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের কমলগঞ্জে কর্মরত সাংবাদিকদদের পার্সোনাল প্রটেক্টিভ ইক্যুইপমেন্ট (পিপিই) প্রদান করেছেন জেলা যুবদলের সহ- সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী তৈমুর। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদীদল (বিএনপি)র ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নির্দেশনায় ব্যক্তিগত ভাবে শুক্রবার (১৯ জুন) বিকাল ৪টায় উপজেলার ভানুগাছ বাজারের একটি হোটেলে সামাজিক দূরত্ব বজায় রেখে সাংবাদিকদের হাতে এসব পিপিই তুলে দেন।
গোলাম রব্বানী তৈমুর বলেন, করোনা ভাইরাসের এই সংক্রমণ কালে জীবনের ঝুঁকি নিয়ে পেশাদারিত্বের সাথে সংবাদ সংগ্রহের জন্য মাঠে কাজ করছেন গণমাধ্যম কর্মীরা। করোনা ভাইরাস সংক্রমণরোধে পেশাগত দায়িত্ব পালনের সুবিধার্থে সাংবাদিকদের মাঝে পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই)প্রদান আমার ক্ষুদ্র প্রয়াস মাত্র। আগামীতেও সাংবাদিক ভাইদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। গোলাম রব্বানী তৈমুরের এমন উদ্যোগের প্রশংসা করে তাঁর প্রতি কৃতজ্ঞতা জানান সাংবাদিকরা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক সাজ্জাত পারভেজ চৌধুরী মনি, সাংবাদিক সাজিদুর রহমান সাজু, শাহীনআহমেদ, আশহাবুল ইসলাম শাওন, নির্মল এস পলাশ, আহমেদুজ্জামান আলম সহ অন্যান্য সাংবাদিকরা।