মহানগর যুবলীগের দুই নেতা গোবিন্দগঞ্জ থেকে গ্রেফতার

2

স্টাফ রিপোর্টার

সিলেটে ছাত্র-জনতার আন্দোলনে হামলা-গুলির অভিযোগে বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলায় মহানগর যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)’র সদস্যরা। বৃহস্পতিবার গভীররাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- এয়ারপোর্ট থানার আম্বরখানা শুভেচ্ছা ১১ নং বাসার মো. আইয়ুবের ছেলে সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ৪ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এমদাদ হোসেন ইমু (৩০) ও সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার শক্রমর্দন গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে সিলেট মহানগর যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক ও ১৩ নং ওয়ার্ডের সাবেক সভাপতি রুপম আহমেদ (৩৮)।
র‌্যাব-৯ জানায়, বৃহস্পতিবার রাত সোয়া ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি, সিলেট এর একটি আভিযানিক দল ছাতক থানার গোবিন্দগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে (সিলেট কোতয়ালী থানার এফআইআর নং- ১৯/৪১৮ তারিখঃ ১০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ, ধারা: ১৯০৮ সালের বিস্ফোরক আইনের ৩/৪ তৎসহ ১৪৮/ ১৪৯/ ৩২৩/ ৩২৫/ ৩২৬/ ৩০৭/ ১০৯/ ১১৪/ ৩৪ পেনাল কোড ১৮৬০; এবং সিলেট কোতয়ালী থানা এফআইআর নং-৩৪/ ৩৮৯, তারিখঃ ২৮ আগস্ট ২০২৪ ইং, ধারা-১৯০৮ সালের বিষ্ফোরক দ্রব্যাদি আইনের ৩/৪ তৎসহ ১৪৩/ ৩২৩/ ৩২৪/ ৩২৫/ ৩২৬/ ৩০৭/ ১১৪/ ৩৪ পেনাল কোড ১৮৬০;) এর মূলে পলাতক আসামী এমদাদ হোসেন ইমু ও রুপম আহমেদকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র‌্যাব আরো জানায়, গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, উক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯, সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।