শরৎ এলো ফিরে :
বর্ষা ঋতু বিদায় নিয়ে
শরৎ এলো আবার
শরতের গোধূলি বেলা
কী যে চমৎকার।
নীল আকাশে মেঘে মেঘে
করছে লুকোচুরি
শত শত চিলেরা ঐ
যায়রে উড়িউড়ি।
শরৎকালে নানা ফুলে
রঙিন হয় যে ধরা
একটু একটু কুয়াশাতে
ভিজে ধানের চারা।
মৃদু হাওয়ায় সন্ধ্যা নামে
গাঁও-গ্রামে যেই
ঘাসের ডগায় শিশির বিন্দু
জমতে থাকে সেই।
নদীর ধারে কাশবন ফুল
বাতাসে ঐ দুলে
কিশোর আর কিশোরী মিলে
যেথায় ছবি তুলে।
বিলের ধারে শাপলা ফুটে
কি বৈচিত্র্য লাগে
শরৎকালে বাংলা ভুবন
সেই মুগ্ধতায় জাগে।