কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের মূলাগুলের বড়গ্রামের একটি বাড়ীতে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে পাশর্^বর্তী ছড়ারপাড় গ্রামের দুইশের মতো লোকজন কর্তৃক লাঠি-সোটা নিয়ে হামলা করার চেষ্টার খবর পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় জনমনে ক্ষোভ দেখা দিয়েছে।
জানা যায় বড়গ্রামের মৃত নুরুল হকের পুত্র আব্দুর রহমানের সাথে পাশর্^বর্তী ছড়ারপার গ্রামের ফরিদ আহমদের পুত্র দেলোয়ার গংদের মধ্যে নানা কারণে বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে গ্রামের দেলোয়ার, রুমান আহমদ, আফতাব উদ্দিনের নেতৃত্বে দুই থেকে আড়াইশ মতো লোকজন আব্দুর রহমানের উপর হামলা চালানোর জন্য লাঠি-সোটা নিয়া তার বসত বাড়ীতে হামলার চেষ্টা করে। এ সময় আব্দুর রহমান বাড়ীতে না থাকার কারনে হামলাকারীরা তার বাড়ী লক্ষ্য করে ইট, পাটকেল নিক্ষেপ শুরু করলে আব্দুর রহমানের ছেলে পারুল আহমদ আহত হয়। সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ সময় হামলাকারীরা আব্দুর রহমানের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেয়। যার কারনে প্রানের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে আব্দুর রহমান জানান। এদিকে পূর্ব বিরোধের জের ধরে দুই থেকে তিন’শর মত লোকজন আব্দুর রহমানের বাড়ীতে লাঠি সোটা নিয়ে হামলার চেষ্টার ঘটনায় এলাকায় বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সবাই বলছেন এভাবে একজনের বাড়ীতে গিয়ে হামলা কোন অবস্থাতেই ঠিক হয়নি। তারা বিষয়টি তদন্ত পূর্বক দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য থানা পুলিশের প্রতি দাবী জানিয়েছেন। আব্দুর রহমান জানান ছড়ারপার গ্রামের দেলোয়ার এর সাথে পূর্ব থেকে তার বিরোধ ছিল এর জের ধরে গতকাল কয়েক’শ লোকজন লাঠি-সোটা নিয়ে তাকে প্রানে হত্যার করার তার বাড়ী ঘেরাও করে ইট, পাটকেল নিক্ষেপ সহ তার ছেলে পারুল আহমদকে আহত সহ বসত ঘরের বেড়া সহ আসবাবপত্র ভাংচুর করে। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভোগছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।