সরকারি মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) ১২টি চা বাগানসহ সব চা শ্রমিকের বকেয়া মজুরি ও রেশন পরিশোধ এবং পিএফের টাকা বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ।
শুক্রবার বিকেলে নগরীর ক্বিন ব্রিজের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে।
এর আগে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, প্রায় ৩ মাস ধরে এনটিসির ১২টি বাগানের প্রায় ১২ হাজার শ্রমিক মজুরি ও রেশন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। শ্রমিকরা অন্তর্র্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েও কোনো প্রতিকার না পেয়ে বাধ্য হয়ে লাগাতার কর্মবিরতি পালন করছেন।
জেলা ট্রেড ইউনিয়ন সংঘের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- চা শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক হরিনারায়ণ হাজরা, নারী চা শ্রমিক ল²ী রানী বাক্তি, হোটেল শ্রমিক নেতা সাদেক মিয়া, স-মিল শ্রমিক নেতা রুহুল আমিন, ছাত্রদল সিলেট জেলা কমিটির আহŸায়ক শুভ আজাদ শান্ত প্রমুখ। বিজ্ঞপ্তি