শহীদ সাংবাদিক তুরাবের বাসায় বিভাগীয় কমিশনার হত্যাকারীদের বিচার নিশ্চিত করার আশ্বাস

1

স্টাফ রিপোর্টার

২৪ গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত দৈনিক জালালাবাদ এর স্টাফ রিপোর্টার শহীদ এ টি এম তুরাবের পরিবারের প্রতি সহমর্মিতা জানাতে বুধবার বিকেল ৪টায় সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী তার বাসায় যান। এ সময় তার সাথে ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিত সিংহ, সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার।
এ সময় দৈনিক জালালাবাদ সম্পাদক শহীদ তুরাব পরিবারের প্রতি সহমর্মিতার জন্য বিভাগীয় কমিশনারসহ সকলকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তুরাব পরিবার, তাঁর সহকর্মী ও সিলেটের মানুষ সেদিনই খুশি হবে যেদিন তুরাব হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে। তিনি তুরাব হত্যাকান্ডকে টার্গেট কিলিং আখ্যায়িত করে প্রকৃত দোষীদের গ্রেফতার করে দ্রæত বিচারের দাবী জানান।
এ সময় শহীদ তুরাবের বড় ভাই এ এ এম আজরফ জাবুর ও তার সহকর্মী অন্যান্য সাংবাদিক কোর্ট পয়েন্টকে আনুষ্ঠানিকভাবে তুরাব চত্বর ঘোষণা এবং বিয়ানীবাজার সদরে তার স্মৃতি রক্ষার্থে তার বাড়ির সামনে তুরাব চত্বর বাস্তবায়নের আহবান জানান।
বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী তুরাবের হত্যাকারীদের বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়ে তার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। বিভাগীয় কমিশনার শহীদ তুরাবের স্মৃতিরক্ষায় সিলেট ও বিয়ানীবাজারে পদক্ষেপ গ্রহণের বিষয়টি সক্রিয় বিবেচনার আশ্বাস প্রদান করেন। তিনি এ সময় শহীদ এ টি এম তুরাবের বড় ভাই এ এ এম আজরফ জাবুর এর কাছে ১ লক্ষ টাকার চেক তুলে দেন।
এ সময় অন্যান্যের মধ্যে দৈনিক জালালাবাদ এর স্টাফ ফটোগ্রাফার হুমায়ুন কবির লিটন ও সাংবাদিক সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।