শাহিন আলম সরকার
গ্রাম বাংলা নেই ফাঁকা, লোকে ভরপুর।
গোলা ভরা ধান চাল, গেছে বহু দূর।
গোয়াল ঘরের চালা, আছে ভিটে পড়ে।
গরু নেই তার তলে, হাহা ঘর করে।
মাছের আবাদ নেই, শূন্যতা পুকুরে।
সারে ভরা তরকারি, স্বাদ নাহি ধরে।
শহরের মত যেন, হল গ্রামখানি।
মেঠো পথ হল পাঁকা, বিল শূন্য পানি।
রাখালের বাঁশি যেন, বহু দূর ভাসে।
দেখিনি দু’চোখে হায়, শুনে মন হাসে।
চাঁদনি রাতের কোলে, গল্প হত মজা।
বলেছে আমায় দাদি, সে হত যে রাজা।
সেই দিন গুলো হায়, গত হয়ে রয়।
মাঝে মাঝে বৃদ্ধ যেন, একটু জ্বালায়।