মিজানুর রহমান মিজান :
নি:শ্বাসের নাই সেকেন্ডের বিশ্বাস
তবু করি শত আশ্বাস
ছাড়লে নি:শ্বাস ডুকবে কি না শ্বাস।।
বড় কথা মুখে বলি
দপ দপাইয়া পথ চলি
ভাবি নাতো মন খুলি
কখন গলে লাগবে ফাঁস।।
সত্য বলা নিত্য বাহার
মিথ্যা বানাই গলার হার
নিষেধ আছে করতে অহংকার
লোভ লালসায় স্বার্থ বিশ্বাস।।
লোক দেখানো হৃদে স্বভাব
তাই তো ছাড়ে না অভাব
প্রতারণার সদা ধরি ভাব
প্রাপ্তির ধান্ধায় সর্বক্ষেত্রে অবিশ্বাস।।