মো. শাহজাহান মিয়া, জগন্নাথপুর
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর গ্রামের প্রয়াত বৈষ্ণব কবি শ্রী শ্রী রাধাররমণ দত্ত পূরকায়স্থ এর প্রয়াণ দিবসে প্রতি বছর রাধারমণ উৎসব হলেও এবার এখনো হয়নি। এ নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। প্রতি বছরের ৯ ও ১০ নভেম্বর ২ দিন ব্যাপী রাধারমণ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে কেশবপুর বাজার সংলগ্ন রাধারমণ কমপ্লেক্সের নির্ধারিত স্থানে রাধারমণ উৎসব অনুষ্ঠিত হতো। গত বছরও রাধারমণের ১০৮ তম প্রয়াণ দিবসে রাধারমণ উৎসব হয়েছে। এবার রাধারমণের ১০৯ তম দিবসে উৎসবের নির্ধারিত তারিখ পার হয়ে গেলেও উৎসব হচ্ছে না দেখে দেশ-বিদেশে থাকা জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়।
এ বিষয়ে জানতে চাইলে ১৩ নভেম্বর বুধবার রাধারমণ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের সভাপতি জিলু মিয়া, সহ-সভাপতি আছকির আলী, যুগ্ম-সম্পাদক রমজান আলী, সদস্য লিটন মিয়া, কামরুল হাসান তেরাই, তৈয়ব আলী, টুনু মিয়া, তুতা মিয়া ও রিপন মিয়া সহ কমিটির নেতৃবৃন্দরা জানান, গত প্রায় ৩০ বছর ধরে আমরা নিয়মিত রাধারমণ উৎসব করে আসছি। এবার অনিবার্য কারণে উৎসব পালনে বিলম্ব হওয়ার জন্য আমরা দেশ/বিদেশে থাকা সবার কাছে দুঃখ প্রকাশ করছি। যদিও তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, আরো কিছুদিন বিলম্ব হতে পারে, তবে রাধারমণ উৎসব অনুষ্ঠিত হবে। এতে সকলের সহযোগিতা চাই।