সারাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় সিলেট অসামান্য অবদান রাখলেও রহস্যজনকভাবে সব সময় সিলেট পিছিয়ে থাকে। বর্তমানেও সিলেট উন্নয়ন অগ্রযাত্রা সবদিকে পিছিয়ে। শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ব্যবস্থা পরিবেশ পর্যটন সব দিক দিয়ে সিলেটকে এগিয়ে একযোগে সবাইকে কাজ করতে হবে। বিশেষ করে সাংবাদিকতায় যারা আছেন তারা সিলেটের প্রতি যে উন্নয়ন বৈষম্য চলছে তা তুলে ধরে সরকারের নজরে দিতে পারেন। বিশেষ করে জাতীয় গণমাধ্যমগুলোতে সিলেটের সমস্যা সম্ভাবনার চিত্র তুলে ধরা দরকার। যার ফলে দেশের নীতিনির্ধারণী পর্যায়ে যারা থাকেন তারা সিলেটেকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে পারবেন। তবেই সিলেট এগিয়ে যাবে।
আঞ্চলিক উন্নয়নে জাতীয় সংবাদপত্রের ভ‚মিকা’ শীর্ষক এক উন্নয়ন সংলাপে সিলেটে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। জাতীয় গণমাধ্যম প্রতিষ্ঠান দৈনিক সংবাদ সারাবেলা’র সিলেট ব্যুরো অফিসের উদ্যোগে ও মিডিয়াগাইড এর ব্যবস্থাপনায় বুধবার সিলেট প্রেসক্লাবের আমিনুর রশীদ চৌধূরী মিলনায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক, মিডিয়াগাইড এর প্রধান নির্বাহী মো. ফয়ছল আলম।
সংবাদ সারাবেলা’র সিলেট ব্যুরো প্রধান মাহমুদ খানের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, বিশেষ অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাংবাদিক কলামিস্ট আফতাব চৌধুরী, সিলেট বিভাগ গণদাবী পরিষদের সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ অ্যাডভোকেট, পরিবেশবিদ ও শিক্ষক কাশমির রেজা সংলাপের মূল বক্তব্য উপস্থাপন করেন দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমেদ সোহেল। বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ অ্যাডভোকেট আব্দুল মালিক, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, নিউন ন্যাশন এর সিলেট প্রতিনিধি সফিক আহমদ সফি, ভোরের ডাক এর সিলেট প্রতিনিধি আব্দুল হান্নান। অনুষ্ঠানের শুরুতে ক্বোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক এম ফারুক আহমদ। অনুষ্ঠানে সংবাদ সারাবেলা’র বর্ষ সেরা প্রতিনিধিকে পুরস্কৃত করা হয়। এছাড়া প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সংবাদ সারাবেলা’র সিলেট ব্যুরো প্রধান মাহমুদ খান।
সংলাপ শেষে কেক কেটে সংবাদ সারাবেলা’র বর্ষপূর্তি উদ্যাপন করেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি