বিশ্বনাথে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ রাখতে অভিযান জরিমানা আদায়

3

বিশ্বনাথ সংবাদদাতা

বিশ্বনাথে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) উপজেলার সিংগেরকাছ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫ প্রতিষ্ঠানকে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়। এ সময় পণ্যের যথাযথ মূল্য তালিকা সংরক্ষণ না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রি করায় মুদি দোকান, কাঁচাবাজার, শাকসবজির দোকান, ডিম ও মাংসের দোকানে অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়।
এসময় তিনি জানান, নিত্যপণ্যের বাজারদর ঠিক রাখতে অভিযান পরিচালনা করা হয়েছে। দোকানে পণ্যের মূল্য তালিকা, বাড়তি দাম রাখা ও ভেজাল পণ্য বিক্রি করা হচ্ছে কি না এসব দেখা হচ্ছে। বিশেষ করে সবজি, ডিম ও কাঁচা বাজারে বিশেষ নজর দেয়া হয়েছে। বাজার স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে। এতে সকল ভোক্তাদেরকে যে কোন পণ্য কেনার আগে মূল্য তালিকা দেখে ও যাচাই করে কেনার আহবান জানান তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ সচেতন নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।