মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা বিএনপির বিভিন্ন পদে থাকা ৩২ জন নেতাকর্মী পদত্যাগ করছেন বলে জানা গেছে। রবিবার ১ নভেম্বর সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম এ হাকিম বখত। এছাড়াও তাদের পক্ষ থেকে পদত্যাগপত্রের কপি প্রেরণ করা হয়েছে গণমাধ্যম কর্মীদের কাছে। আর পোস্ট করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কারণ হিসেবে জেলা সভাপতি/সম্পাদক বরাবর ঐ পদত্যাগপত্রে লিখা ছিল যে অপশক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয়ে একের পর এক গঠনতন্ত্র বিরোধী সিদ্ধান্ত নিচ্ছে জেলা। কারণ হিসেবে আরো উল্লেখ করা হয় যে ১ম উপজেলা যুগ্ম সম্পাদকের মৃত্যুতে যুগ্ম সম্পাদক পদে সহ-সাংগঠনিক এনামুল হক চৌধুরীকে জেলা সভাপতির নির্দেশে অনিয়মতান্ত্রিকভাবে ২৫/০৮/২০ তারিখে ১ম যুগ্ম সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। আবার ২২/০৯/২০ তারিখে জেলা সভাপতির নির্দেশে পুনরায় সাংগঠনিক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এমতাবস্থায় বিগত ১৩/১০/২০ তারিখে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনামুল হক চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়। ৮ দিনপর হঠাৎ ২১/১০/২০ জেলা সভাপতি তাকে সাংগঠনিক পদে পুনর্বহালের নির্দেশ দেন। পদত্যাগপত্রে বলা হয় যে এই সমস্ত সিদ্ধান্তের কারণে দলের নেতাকর্মীর মধ্যে ব্যাপক অসন্তুষ্টির প্রকাশ পায়। যাহা দলের মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এহেন অবস্থায় তাদের পক্ষে দলের কার্যক্রম চালানো সম্ভব নয় তাই তারা সম্মেলিতভাবে ৩২ জন স্বাক্ষরসহ পদত্যাগ করিলাম বলে উল্লেখ করেন। পদত্যাগপত্রে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম এ হাকিম বখত সুন্দর, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী, সহ যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক মিয়া মেম্বার, সহ যুগ্ম সাধারণ সম্পাদক ছুরুক আহমদ, সহ সম্পাদক সৈয়দ ইকরাম হোসেন, ৫ নং সদর ইউনিয়নের বিএনপি সভাপতি মুস্তাফিজুর রহমান মুস্তফা, প্রচার সম্পাদক জবলু তালুকদার সহ বিভিন্ন পদে থাকা ৩২ জনের নামসহ স্বাক্ষর সম্বলিত পদত্যাগপত্রটি ইতিমধ্যেই জেলা সভাপতি ও সম্পাদক বরাবর পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এম এ হাকিম বখত (সুন্দর বখত)। (খবর সংবাদদাতার)