গ্রেফতারকৃত ৪ ছাত্রলীগ নেতাকর্মী কারাগারে

1

স্টাফ রিপোর্টার

মৌলভীবাজারের কুলাউড়া ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ছাত্র-জনতার আন্দোলনে হামলা মামলার ঘটনায় ৪ ছাত্রলীগ নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বিভিন্ন সময় পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের পুলিশ আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ করেছে।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সম্মান গ্রামের মৃত নূর মিয়ার ছেলে ছাত্রলীগ নেতা আব্দুস সামাদ, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কুতুবের চক গ্রামের কাউছার মিয়ার ছেলে ইপ্তি মিয়া (২২), একই জেলার লাখাই উপজেলার করাব গ্রামের ফজলুর রহমানের ছেলে ছাদেকুর রহমান (২৮) ও একই উপজেলার রাঢ়িশাল গ্রামের ফরিদ মিয়ার ছেলে আমিন ইসলাম জুয়েল ওরফে নুরুল ইসলাম (২৯)।
পুলিশ জানায়, রবিবার হবিগঞ্জ জেলার লাখাই ও শায়েস্তাগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ছাত্রলীগ কর্মী ইপ্তি মিয়া, ছাদেকুর রহমান ও ইসলাম জুয়েল ওরফে নুরুল ইসলামকে গ্রেপ্তার করে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ জানান, গত ২১ অক্টোবর শায়েস্তাগঞ্জ রেল পার্কিংয়ে ছাত্রদল কর্মী নূরে আলম স্বাধীনের ওপর হামলার অভিযোগে পরদিন মামলা দায়ের করা হয়। ইপ্তি মিয়া এ মামলার এজাহার নামীয় আসামি। লাখাইয়ে গ্রেপ্তার ছাদেকুর রহমান ও নুরুল ইসলাম গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে হামলা মামলার আসামি। গত ৮ সেপ্টেম্বর হবিগঞ্জ শহরতলীর আলমপুর গ্রামের মোশাহিদ মিয়া ৫৮ জনের নাম উল্লেখসহ ১৫০ থেকে ২০০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিলেন।
এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী জানান, গ্রেপ্তারের পর রবিবার বিকেলে ছাদেকুর ও নুরুলকে হবিগঞ্জ সদর মডেল থানায় স্থানান্তর করা হয়েছে। সেখান থেকে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের অভিযানে সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা আব্দুস সামাদকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার মধ্যরাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সম্মান গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার জানান, গ্রেপ্তারকৃত সামাদ সরকারবিরোধী কর্মকাÐের সাথে জড়িত। তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। গ্রেপ্তারের পর সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।