ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক (পিআরএল) ফরিদ উদ্দিন আহমদ বলেছেন, ইমামরা মসজিদের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি করে দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। তাই স্বাধীনতার সুফল পেতে ইমামদেরকে কাজে লাগাতে হবে।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গতকাল ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম’ শীর্ষক আলেচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ইসলামিক ফাউন্ডেশন সিলেটের পরিচালক আবু ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সৈয়দ ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপ-পরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলাম।
সভাপতির বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশন সিলেটের পরিচালক আবু ছিদ্দিকুর রহমান বলেন, জাতীয় উন্নতি ও ইতিহাসকে সমন্বয় করে সামনে এগিয়ে যাওয়াই স্বাধীনতার সুফল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে দেশ আজ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ইমামরা সরকারের বিভিন্ন নির্দেশনা বাস্তবায়ন করে দেশের উন্নয়নে প্রশংসনীয় ভূমিকা পালন করছেন। অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মামুনুর রশিদ। বিজ্ঞপ্তি