সরকারের পাশাপাশি সীমান্তিক দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করছে

4

সীমান্তিকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা শুক্রবার সকালে সিলেটে নগরীর উপশহর পয়েন্ট সংলগ্ন মাছিমপুরস্থ বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির সীমান্তিক কমপ্লেক্সের হল রুমে অনুষ্ঠিত হয়।
সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সীমান্তিক এর চীফ পেট্রোন, রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান, মানবসম্পদ উন্নয়ন বিশেষজ্ঞ, বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির।
সীমান্তিকের চেয়ারপার্সন আলহাজ মোঃ শামীম আহমদের সভাপতিত্বে ও প্রভাষক মিতিলা রায় এর পরিচালনায় সাধারণ সভায় স্বাগত বক্তব্য রাখেন সীমান্তিকের উপ-নির্বাহী পরিচালক পারভেজ আলম। শোক প্রস্তাব উপস্থাপনা করেন পরিচালক (শিক্ষা) অধ্যক্ষ আব্দুর রউফ তাপাদার।
বিগত বার্ষিক সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্ত প্রস্তাব উপস্থাপনা করেন মহাসচিব ফারুক উদ্দিন চৌধুরী। বিগত অর্থ বছরের কার্যক্রম ও আয়- ব্যায়ের হিসাব উপস্থাপন করেন নির্বাহী পরিচালক কাজী মোকসেদুর রহমান। ২০২৪-২৫ সনের বার্ষিক বাজেট পেশ করেন কোষাধ্যক্ষ আবু মোহাম্মদ জাকারিয়া ও ফাইন্যান্স ম্যানেজার আলতাফ হোসেন। বিভিন্ন পলিসি নিয়ে আলোচনা ও সীমান্তিক ট্রাষ্ট সক্রান্ত প্রয়োজনীয় সিদ্ধান্তের উপর বক্তব্য রাখেন উপ-নির্বাহী পরিচালক কাজী হুমায়ূন কবীর।
সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ জালাল আহমদ, সীমান্তিকের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই, সিলেট কমিটির সভাপতি, শাবিপ্রবির সহযোগী অধ্যাপক করিমা বেগম, উপদেষ্টা সাজনা সুলতানা হক চৌধুরী, আল আমিন আব্দুল্লাহ সুমন, ভাইস চেয়ার পার্সোন আবু জাফর মোঃ রায়হান, কালীগঞ্জ কমিটির সাধারণ সম্পাদক নূরুল আমিন চৌধুরী রিলন, সদস্য আহমদ আল হাসান, স্রাকের নির্বাহী পরিচালক কয়েছ আহমদ, আরবান প্রজেক্ট বরিশালের প্রজেক্ট ম্যানেজার শাহ মেওয়াজ খান ও ডাঃ তানিয়া জামিন কামাল প্রমুখ।
অনুষ্ঠানের ২য় অধিবেশনে সীমান্তিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আঞ্চলিক কার্যনির্বাহী কমিটি (২০২৪-২০২৬) এর কমিটি গঠন করা হয়।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কলেজের কম্পিউটার অপারেটর মাহফুজ আহমদ, গীতা পাঠ করেন সহকারী শিক্ষক স্বর্না পুরকায়স্থ। জাতীয় সংগীত পরিবেশন করেন সি এইচ আর ডিসির ছাত্রীবৃন্দ। বিজ্ঞপ্তি