শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে শতাধিক আহত

2

শান্তিগঞ্জ সংবাদদাতা

সুনামগঞ্জের শান্তিগঞ্জের পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শতাধিক লোক আহত হয়েছেন। সোমবার সকালে বীরগাঁও গ্রামে বর্তমান ইউপি চেয়ারম্যান রাইজুল ইসলাম ও সাবেক ইউপি চেয়ারম্যান নুর কালামের পক্ষের লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয়েছেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে রাইজুল ও নুর কালামের লোকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। যা এক পর্যায়ের সংঘর্ষের রূপ নেয়। স্থানীয়দের হস্তক্ষেপ বিষয়টি মিমাংসা হলেও এই ঘটনার জের ধরে সোমবার সকাল ৭টার দিকে উভয়পক্ষের লোকেরা দেশীয় অস্ত্র নিয়ে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ জড়িয়ে পড়েন। এসময় ইটপাটকেল ও দেশীয় অস্ত্রের আঘাতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন। এর মধ্যে গুরুতর আহত হয়েছেন কয়েকজন। তাদের সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার কথা জানিয়েছেন দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মো. জাহিদুল হক। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন তিনি।