স্টাফ রিপোর্টার :
কদমতলীতে এই প্রথম একজন ডেঙ্গু রোগী সনাক্ত করা হয়েছে। আক্রান্ত রোগীর নাম খুশিদা বেগম। তিনি কুমিল্লা জেলার চাঁদপুর এলাকার মৃত মখলিছ মিয়ার স্ত্রী। বর্তমানে তিনি নগরীর দক্ষিণ সুরমার ২৬নং ওয়ার্ডের কদমতলী এলাকার সোহেল আহমদের কলোনীর বাসিন্দা।
ডেঙ্গু রোগে আক্রান্ত খুশিদা বেগম জানান, তিনি ডাক্তারি পরীক্ষা করিয়েছেন, ডাক্তার সুব্রত ভৌমিককে পরীক্ষার রিপোর্ট দেখালে ডেঙ্গু হয়েছে বলে তিনি জানান এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য পরামর্শ দেন। তবে তিনি কোনদিনও ঢাকায় যাইনি, তিনি গত ২৫ বছর যাবৎ কদমলীতে ভাড়াটিয়া হিসাবে বসবাস করে আসছেন। তিনি বিভিন্ন মানুষের বাসা বাড়ীতে কাজ-কর্ম করে ১ ছেলে ও ২ মেয়েকে নিয়ে কোনমতে অতি কষ্টে দিন যাপন করেন। এরই মধ্যে তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। কিছু হয়ে গেলে তার ছেলে মেয়ে কিভাবে বাঁচবে এই নিয়ে তিনি খুবই দুশ্চিন্তায় আছেন। গতকাল সোমবার তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেংঙ্গু রোগে আক্রান্ত মহিলার বাসার আশপাশে আবর্জনার স্তুপ রয়েছে। এখানে ময়লা ও জমে থাকা পানিতে এডিশ মশা বংশ বিস্তার করে ডেঙ্গু ছড়াতে পারে বলে মনে করা হচ্ছে।