ইসলামিক ফাউন্ডেশন ও জেলা তথ্য অফিসের উদ্যোগে জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা

96

Caption Newsগত ২৮ সেপ্টেম্বর ইসলামিক ফাউন্ডেশন হলরুমে জেলা তথ্য অফিস সিলেটের উদ্যোগে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ সমূহের ব্রান্ডিং, সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ক এক আলোচনা সভা ও চলচ্চিত্র  প্রদর্শন অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিস সিলেট এর উপ-পরিচালক জুলিয়া যেসমিন মিলি’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন-ইসলামিক ফাউন্ডেশন সিলেট এর পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ। মূল বক্তব্য উপস্থাপন করেন-ইমাম প্রশিক্ষণ একাডেমীর সহকারী পরিচালক শাহ মোঃ নজরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-ইমাম প্রশিক্ষণ একাডেমীর সহকারী পরিচালক মোঃ আনোয়ারুল কাদির। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন-সহকারী তথ্য অফিসার মোঃ আব্দুছ ছাত্তার। প্রধান অতিথির বক্তব্যে পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ বলেন-বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করতে ১০টি বিশেষ উদ্যোগ হাতে নিয়েছেন। সেই উদ্যোগের আলোকেই উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়িত হচ্ছে। যা দেশকে এগিয়ে নিতে জোরালো ভূমিকা রাখবে। তিনি বলেন-সরকারের উন্নয়ন মূলক বার্তা সমূহ সর্বস্তরের জনতার কাছে পৌঁছাতে ইমাম প্রতিনিধিদের ভূমিকা অপরিসীম। ইমামদেও উন্নয়নে বর্তমান সরকার যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। তাই সরকারের সকল  প্রকার উন্নয়ন মূলক কর্মকান্ডে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। সভাপতির বক্তব্যে উপ-পরিচালক জুলিয়া যেসমিন মিলি -নারী বান্ধব এ সরকার নারীদের কল্যাণে এবং নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। নারীরা আজ পুরুষের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে সমানভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন-ইসলামে নারীকে গুরুত্ব দেয়া হয়েছে। এই গুরুত্বকে কাজে লাগাতে সকলকে নারীদের প্রতি আন্তরিক হওয়ার আহ্বান জানান। বিজ্ঞপ্তি