জগন্নাথপুরে চৌধুরী বাড়ি ভেঙে দেয়ার ঘটনায় মামলা দায়ের

4

জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর আহমাবাদ গ্রামের ঐতিহ্যবাহী চৌধুরী বাড়ির পাকা বসতঘর এক্সেভেটর মেশিন দিয়ে ভেঙে গুড়িয়ে দেয়ার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
জানাগেছে, গত ৩ সেপ্টেম্বর দিনদুপুরে প্রয়াত শাহ নেওয়াজ চৌধুরীর স্ত্রী সুহেনা আক্তার চৌধুরীকে মারাপিট করে ঘরের মালামাল লুট করে নিয়ে এক্সেভেটর মেশিন দিয়ে পাকা বসত ঘরটি সম্পূর্ণ ভেঙে মাটির সাথে গুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। এতে প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় ভ‚ক্তভোগী সুহেনা আক্তার চৌধুরী বাদী হয়ে আফাজ চৌধুরী, এনামুল হক, রাজিব চৌধুরী, রাহিম চৌধুরী, নুর হেকিম, ইউছুফ মিয়া, দিলফর মিয়া, সাইফুল মিয়া, আলাল মিয়া, হাছন, আবুল মনসুর ওরফে মোর্শেদ সহ ১১ জনকে আসামী করে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। মামলা নং-৭, তাং ১৯/৯/২০২৪ইং। এ ব্যাপারে ভ‚ক্তভোগী সুহেনা আক্তার চৌধুরী বলেন, আমার ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মালামাল লুটপাট করে নিয়ে পরে পাকা বসত ঘরটি মেশিন দিয়ে গুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে চাঁদাবাজ সন্ত্রাসীরা। এ ঘটনায় আমি ন্যায় বিচার চাই।
এছাড়া বিগত ২০২৩ সালে অন্য আরেকটি জলমহাল লুটপাট মামলায় আলাল মিয়া, দিলফর মিয়া, আফাজ মিয়া, রাজিব মিয়া, এনামুল, নুর হেকিম আসামী রয়েছেন। যে মামলাটি বর্তমানে পিবিআইয়ে তদন্তাধীন রয়েছে।